বাচ্চাদের জন্য ভিটামিন ডি: কেন এটি গুরুত্বপূর্ণ?
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৯ মে ২০২৫, ১২:১২ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৮:০১ PM
ভিটামিন ডি শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য অপরিহার্য। এটি হাড়, দাঁত ও মাংসপেশির স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন ডির ঘাটতি শিশুদের ক্ষেত্রে রিকেটস বা হাড় নরম হয়ে বেঁকে যাওয়ার কারণ হতে পারে। বয়স্কদের ক্ষেত্রে এই ঘাটতির কারণে অস্টিওম্যালাশিয়া দেখা দিতে পারে, যার ফলে হাড় ক্ষয় এবং ক্যালসিয়ামের শোষণ কমে যায়।
এছাড়া, ভিটামিন ডি শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজেও সাহায্য করে। গবেষণায় প্রমাণ পাওয়া গেছে যে, এটি বেশ কয়েক ধরনের ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। হৃদ্রোগ, স্ট্রোক, জন্মগত ত্রুটি, অটোইমিউন রোগ এবং দাঁতের সমস্যা থেকেও রক্ষা করে। এর পাশাপাশি, শরীরের কোষে কোষে আন্তযোগাযোগ এবং কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণে ভিটামিন ডি একটি নিয়ামক হিসেবে কাজ করে। শীতকালে শ্বাসতন্ত্রের সংক্রমণ বাড়িয়ে দেয় ভিটামিন ডির অভাব।
এছাড়া, ভিটামিন ডি বিষণ্নতা এবং মস্তিষ্কের বিভিন্ন কার্যাবলীতে প্রভাব ফেলে। এটি মস্তিষ্কে অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, এবং ডোপামিনের নিঃসরণ প্রভাবিত করে এবং সেরোটোনিন এবং ডোপামিনের ক্ষয় রোধ করে, যার ফলে মেজাজ ঠিক রাখতে সহায়তা করে। এটি ব্যথা কমানোর পাশাপাশি ডায়াবেটিসের চিকিৎসাতেও কার্যকরী ভূমিকা পালন করে।
গর্ভকালীন সময়েও ভিটামিন ডির অভাব মারাত্মক প্রভাব ফেলতে পারে। গর্ভবতী মহিলাদের ভিটামিন ডির ঘাটতির কারণে শিশুর কম ওজন নিয়ে জন্মানো, অকাল প্রসব এবং গর্ভকালীন সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পায়।
কীভাবে পাবেন ভিটামিন ডি:
ভিটামিন ডি এর প্রধান উৎস সূর্যের আলো। প্রতিদিন কিছু সময় সূর্যের আলোয় থাকলে শরীরে এই ভিটামিন তৈরি হয়। এছাড়া, সামুদ্রিক মাছ যেমন টুনা, সার্ডিন, ডিমের কুসুম এবং মাশরুমও ভিটামিন ডির ভালো উৎস।
ভিটামিন ডি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের হাড়, দাঁত, মাংসপেশি এবং অনেক শারীরিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।