গ্যাস্ট্রিকের একটিসহ মোট ৪টি ঔষধের রেজিস্ট্রেশন বাতিল

ঔষধ প্রশাসন অধিদপ্তর
ঔষধ প্রশাসন অধিদপ্তর  © ফাইল ছবি

নিরাপত্তাজনিত কারণে গ্যাস্ট্রিকের একটিসহ মোট ৪টি ঔষধের রেজিস্ট্রেশন বাতিল করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। ডিজিডিএর ড্রাগ কন্ট্রোল কমিটির ২৫৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ডিজিডিএ'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাতিলকৃত ওষুধগুলো হলো- র‍্যাবিপ্রাজল সোডিয়াম এনটেরিক কোটেড পেলেটস, ব্রোলেলেইন ৫০এমজি+, ট্রিপসিন ১এমজি ট্যাবলেট, অ্যানটাক্সানথিন আইএনএন ২এমজি এবং অ্যানটাক্সানথিন আইএনএন ৪এমজি। এছাড়া সভায় ৪টি ভেটেরিনারি ঔষধও বাতিল করা হয়েছে।

ডিজিডিএ'র মুখপাত্র আইয়ুব হোসেন বলেন, এই ওষুধগুলোর সেফটি নিয়ে কিছু প্রশ্ন ওঠায় আমাদের ড্রাগ কন্ট্রোল কমিটি ঔষধগুলোর রেজিস্ট্রেশন বাতিল করেছে। এগুলো উৎপাদন বন্ধ থাকবে। ভেটেরিনারি ঔষধগুলো থেকে মানুষের শরীরেও অ্যান্টিমাইক্রোবায়াল রেজিসট্যান্স হওয়ার ঝুঁকি থাকায় সেগুলোর লাইসেন্সও বাতিল করা হয়েছে।


সর্বশেষ সংবাদ