সেপ্টেম্বরের পর একদিনে সর্বাধিক মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২, ০৪:৫৩ PM , আপডেট: ৩০ জানুয়ারি ২০২২, ০৫:১৯ PM
করোনায় আক্রান্ত ও আক্রান্তের হার কমলেও হঠাৎ বেড়েছে মৃত্যু। শনিবার সকাল থেকে আজ রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যা গত ১৮ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।
এক দিনে এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল সর্বশেষ ২২ সেপ্টেম্বর, সেদিন ৩৬ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
আজ রবিবার (৩০ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১২ হাজার ১৮৩ জন।
এর আগে গতকাল শনিবার (২৯ জানুয়ারি) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ৩৭৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ২১ জনের। সেই হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ১৭ শতাংশ, আর মৃত্যু বেড়ে দেড়গুণ হয়েছে।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৮৫ হাজার ৩৩২ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ৩৬৩ জনের মৃত্যুর খবর সরকারের খাতায় এসেছে।
সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ২ হাজার ১৬৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৬৫ হাজার ৬৪৫ জন সুস্থ হয়ে উঠলেন।