বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কানাডার ভিসা প্রক্রিয়া সহজ করার প্রস্তাব
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ মে ২০২৫, ১২:৫৪ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১৫ PM
পররাষ্ট্র সচিব মো. জসিমউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থপিল। এ সময় পল থপিল কানাডায় প্রবাসী বাংলাদেশিদের উজ্জ্বল ভূমিকা এবং দুই দেশের মধ্যে জনগণের সঙ্গে জনগণের সংযোগের প্রসারকে বিশেষভাবে স্বাগত জানান। এই প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবিনিময় ও দক্ষতা উন্নয়নে সহায়তা করতে শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করার প্রস্তাব দেন।
আজ মঙ্গলবার (৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করে কানাডার একটি প্রতিনিধি দল। এ সময় থপিলের সঙ্গে গিলডান, ব্ল্যাকবেরি, অ্যাডভানটেক, বেল হেলিকপ্টার, জেসিএম পাওয়ার এবং এক্সপোর্ট ডেভেলপমেন্ট কানাডার প্রতিনিধিসহ একটি ব্যবসায়িক প্রতিনিধি দলও উপস্থিত ছিল।
আরও পড়ুন: নাম পরিবর্তনের দাবিতে বন্ধ গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, গুচ্ছ পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা
জানা গেছে, ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংহও বৈঠকে অংশ নেন। এটি পল থপিলের বাংলাদেশে দ্বিতীয় সফর, যা কানাডা ও বাংলাদেশের ক্রমবর্ধমান অংশীদারত্বের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
সরকারের বহুমুখী অর্থনৈতিক সংস্কারের কথা তুলে ধরে পররাষ্ট্র সচিব আইসিটি, অবকাঠামো, ওষুধ শিল্প, প্রকৌশল এবং নবায়নযোগ্য জ্বালানিসহ সম্ভাবনাময় খাতে কানাডার বিনিয়োগে আগ্রহী হতে প্রতিনিধিদের উৎসাহিত করেন। সরকার পরিচালিত চলমান সংস্কারের ভূয়সী প্রশংসা করে, পল থপিল বাংলাদেশে কানাডিয়ান কোম্পানিগুলোর ক্রমবর্ধমান আগ্রহের কথা জানান।