৫০০ টাকায় ১৫ এমবিপিএস গতির ইন্টারনেট পাবেন শিক্ষার্থীরা

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড  © সংগৃহীত

দেশের সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের আবাসিক হল এবং হোস্টেলে ব্যবহারের জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ‘জিপন’ প্যাকেজের আওতায় বিশেষ ইন্টারনেট প্যাকেজ চালু করতে যাচ্ছে।

‘ক্যাম্পাস-১৫’ নামের এ প্যাকেজে শিক্ষার্থীরা মাসে ৫০০ টাকায় ১৫ এমবিপিএস গতির ইন্টারনেট সুবিধা পাবে। এরসঙ্গে বিনামূল্যে রাউটার এবং এনটিটি দেওয়া হবে। এ অফারটি শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এ প্যাকেজের শর্তাবলী হচ্ছে মাসিক চার্জ ভ্যাট, ইন্টারনেটসহ টেলিফোন বান্ডিল প্যাকেজের জন্য অতিরিক্ত ১০০ টাকা চার্জ প্রযোজ্য হবে। টেলিফোন কলের ক্ষেত্রে বিটিসিএলের স্বাভাবিক কল চার্জ প্রযোজ্য হবে। এটি একটি প্রিপেইড সেবা ও অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য হবে। এছাড়া এলাকাভিত্তিক সংযোগ ফি লাগতে পারে।

অন্যদিকে, বিটিসিএল তাদের ইন্টারনেট সেবার বিভিন্ন ক্যাটাগরিতে ক্রয়কৃত ব্যান্ডউইথের সাথে ৪০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ব্যান্ডউইথ ইনসেন্টিভ প্রদান করবে।

আইআইজি গ্রাহকদের জন্য বেনাপোলে ৪৫ শতাংশ এবং সারাদেশে ৪০ শতাংশ, আইএসপি, সরকারি/করপোরেট ও শিক্ষা ক্যাটাগরির গ্রাহকদের জন্য ৪০ শতাংশ এবং ডেটা সেন্টার ক্যাটাগরির গ্রাহকদের জন্য ৫০ শতাংশ অতিরিক্ত ব্যান্ডউইথ প্রদান করা হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence