বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধান উপদেষ্টা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৪:৫৮ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০২ PM
বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে স্থান করে নিতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, বর্তমান সরকার দেশের বিনিয়োগ পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলতে নিরলসভাবে কাজ করছে এবং বাংলাদেশের লক্ষ্য একটি শক্তিশালী উৎপাদন ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতারের রাজধানী দোহায় কিছু বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এই কথা বলেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকটি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার লক্ষ্যে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু খাতে আয়োজিত হয়। বৈঠকে মালদ্বীপের সাবেক উপ-প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার রাজপরিবারের সদস্য, মালয়েশিয়ার সাবেক মন্ত্রী, কাতারের রাজপরিবারের সদস্য, শীর্ষস্থানীয় ব্যাংকার এবং প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।