নির্বাচনে বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত অস্ট্রেলিয়া: সিইসি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৩:২৬ PM , আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ০৩:২৬ PM

নির্বাচন নিয়ে বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত অস্ট্রেলিয়া। সেই সঙ্গে দেশটি প্রস্তুতি ও সংস্কার সম্পর্কে জানতে চেয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বিষয়েও আলোচনা হয়েছে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সঙ্গে।
এসময় অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইলি বলেন, ‘সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশা অস্ট্রেলিয়ার, দেয়া হবে সব ধরনের সহায়তা। নিরপেক্ষ নির্বাচন আয়োজনে পাশে থাকবে অস্ট্রেলিয়া।’