সমালোচনার মুখে পদত্যাগ করলেন আমিনুল ইসলাম

আমিনুল ইসলাম
আমিনুল ইসলাম  © সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন ড. আমিনুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া একটি পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

মাত্র পাঁচদিন আগে (১৭ এপ্রিল) ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের পরামর্শদাতা হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ৫৩ নম্বর ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়, যা ছিল সম্পূর্ণ অবৈতনিক। নিয়োগ আদেশে বলা হয়েছিল, প্রশাসকের পরামর্শের প্রয়োজনেই এ পদ সৃষ্টি ও নিয়োগ।

কিন্তু নিয়োগ ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। অনেকে তার বিদেশে অবস্থান, নাগরিকত্ব সম্পর্কিত নানা প্রশ্ন তোলেন। কেউ কেউ অভিযোগ করেন, তার এ নিয়োগে প্রভাব রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার।

কে এই আমিনুল ইসলাম?

ঢাকার নাখালপাড়ায় জন্ম ও শৈশব কাটানো ড. আমিনুল ইসলাম পড়াশোনা করেছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুইডেন এবং যুক্তরাজ্যে। বর্তমানে তিনি এস্তোনিয়ার এন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটিতে টেকসই উন্নয়ন বিষয়ে সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত।

শিক্ষকতার বাইরেও তার একটি শক্তিশালী পরিচয় আছে—তিনি একজন জনপ্রিয় লেখক। ২০২৩ সালে প্রকাশিত তার প্রবন্ধগ্রন্থ লাইফ অ্যাজ ইট ইজ রকমারি বেস্ট সেলার পুরস্কার লাভ করে। ২০২৫ সালের বইমেলাতেও তার লেখা নিলী নীলিমা ও গ্রীষ্মের ছুটিতে দুঃস্বপ্ন বই দুটি পাঠকের মাঝে ব্যাপক সাড়া ফেলে।


সর্বশেষ সংবাদ