শনিবার স্কুল খোলা নাকি বন্ধ—যা বলছে শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ছবি

‘আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে’—এমন তথ্য ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। যদিও ফেসবুকে ছড়ানো এমন তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মন্ত্রণালয় ও মাউশি জানিয়েছে, ফেসবুকে ছড়ানো বিষয়টি তাদেরও দৃষ্টিগোচর হয়েছে। তবে কিসের ভিত্তিতে এমন তথ্য ছড়ানো হয়েছে সেটি তাদের কাছেও অজানা। এমন কোনো সিদ্ধান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

জানতে চাইলে মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-১) দূর্গা রানী সিকদার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। এখনো সেটি বহাল আছে। আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্তের কথা আমার জানা নেই। গত বৃহস্পতিবার পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।’

আরও পড়ুন: পদ শূন্য না থাকলে নিবন্ধন পরীক্ষা নেবে না এনটিআরসিএ!

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘২০২৫ সাল থেকে শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন কোনো সিদ্ধান্ত হলে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে।’ অযথা কোনো গুজবে কান না দিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধও জানান এ কর্মকর্তা।

এদিকে আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকার খবরে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষকরা। তারা বলছেন, সাপ্তাহিক ছুটি দুইদিন থাকা জরুরি। সরকারি অফিসে সাপ্তাহিক ছুটি দুইদিন হলে স্কুলেও থাকতে হবে।

আরও পড়ুন: শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানো নিয়ে যা জানালেন শিক্ষা উপদেষ্টা

ক্ষোভ প্রকাশ করে মো. জাহাঙ্গীর হোসেন লিখেছেন, ‘সাপ্তাহিক বন্ধন একদিনের বিষয়টি সত্য হোক কিংবা মিথ্যা হোক এটা নিয়ে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীদের মাঝে মতপার্থক্য তৈরি হয়েছে। যারা সাপ্তাহিক বন্ধ ১ দিন করার পক্ষে; তারা যুক্তি দিচ্ছেন যে, সাপ্তাহিক বন্ধ ২ দিন হওয়ার ফলে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। কিন্তু তারা নিজেরা আবার চাকরিতে সাপ্তাহিক বন্ধ ২ দিন ভোগ করছেন। পৃথিবীর সব দেশেই শিক্ষাপ্রতিষ্ঠান ২ দিন বন্ধ। তাহলে আমাদের দেশে থাকবে না কেন? তাছাড়া আগে যখন সাপ্তাহিক বন্ধ ১ দিন ছিল তখন কিন্তু বৃহস্পতিবারে দুপুর ১ টায় ছুটি হয়ে যেত। তারমানে আগেও শিক্ষকরা দেড় দিন ছুটি ভোগ করত। এখন আরেকটু বেড়ে ২ দিন হয়েছে তাতে সমস্যার কিছু দেখছি না৷’


সর্বশেষ সংবাদ