শূন্য পদে বদলির দাবিতে ইনডেক্সধারী শিক্ষকদের অবস্থান কর্মসূচি শুরু কাল

কর্মসূচি সফল করতে ঢাকায় ‘শূন্য পদে সর্বজনীন বদলি প্রত্যাশী শিক্ষক ঐক্যজোটের প্রতিনিধি দল
কর্মসূচি সফল করতে ঢাকায় ‘শূন্য পদে সর্বজনীন বদলি প্রত্যাশী শিক্ষক ঐক্যজোটের প্রতিনিধি দল  © সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকদের সর্বজনীন বদলির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। আগামীকাল রোববার (২৯ সেপ্টেম্বর) থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন শুরু হবে।

বিষয়টি নিশ্চিত করে ‘শূন্য পদে সর্বজনীন বদলি প্রত্যাশী শিক্ষক ঐক্যজোট’র সদস্য সহকারী শিক্ষক মো. মেজবাউল হাসান বলেন, ‘আগামীকাল সকাল ১০টা থেকে ইনডেক্সধারী শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন শুরু করবেন। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা ঢাকায় আসতে শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে।’

তিনি আরও বলেন, শিক্ষকরা মাত্র সাড়ে ১২ হাজার টাকা বেতনে নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করছেন। বদলি না থাকায় অনেক নারী শিক্ষকের সংসার ভেঙে যাচ্ছে। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমরা বাধ্য হয়ে এ ধরনের কর্মসূচি দিয়েছি বলেও জানান তিনি।

জানা গেছে, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির কোনো ব্যবস্থা ছিল না। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে তারা প্রতিষ্ঠান পরিবর্তন করতেন। তবে সম্প্রতি সেই সুযোগও বন্ধ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের মুখে বদলি নীতিমালা চালুর উদ্যোগ নেওয়া হয়।

বদলির খসড়া প্রায় চূড়ান্ত করা হলেও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কিছু কর্মকর্তাদের বিরোধিতায় সর্বজনীন বদলির কার্যক্রম বাতিল করে দেয় মন্ত্রণালয়। পরবর্তীতে শিক্ষকদের জন্য পারস্পারিক বদলির নীতিমালা জারি করা হয়। তবে এই বদলির মাধ্যমে এক শতাংশ শিক্ষকও উপকৃত হবেন না বলে দাবি ইনডেক্সধারী শিক্ষকদের।


সর্বশেষ সংবাদ