৫ বছর পর এসএসসি ফিরছে ফেব্রুয়ারিতে, এপ্রিলে এইচএসসি!

শিক্ষা ক্যালেন্ডার
শিক্ষা ক্যালেন্ডার  © টিডিসি ফটো

দীর্ঘ এক যুগের চেষ্টায় দেশের পুরো ‘শিক্ষা ক্যালেন্ডারে’ ফিরে এসেছিল শৃঙ্খলা। প্রতি বছর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি ও এপ্রিলে এইচএসসি পরীক্ষা শুরু হতো। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা ক্যালেন্ডারে শৃঙ্খলা ফেরার সঙ্গে সঙ্গে উচ্চ শিক্ষায় সেশনজটও চলে এসেছিল সহনীয় মাত্রায়। কিন্তু করোনা সংক্রমণের কারণে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষাগুলোর সময়সূচি ওলট-পালট হয়ে যায়।

তবে ৫ বছর পর পুরোনো সূচিতে আবারও ফিরতে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলো। আগামী বছর (২০২৫ সাল) থেকে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি পরীক্ষা এবং এপ্রিল মাসেই এইচএসসি পরীক্ষা শুরু করার পরিকল্পনা করা হয়েছে।

জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ইতোমধ্যে আমরা চলতি বছরের এসএসসি পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে নিয়েছি। কিন্তু বিভিন্ন কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু করতে দেরি হয়ে যায়। তবে আগামী বছর থেকে পুরোনো সূচি অনুযায়ী এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর চেষ্টা করছি।

জানা গেছে, ২০২০ সালের এসএসসি পরীক্ষা ১ ফেব্রুয়ারি থেকে শুরু হলেও করোনা সংক্রমণের কারণে সে বছর এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাশ দেয়া হয়। কোভিড শুরু পরের বছর ২০২১ সালের এসএসসি পরীক্ষা ১৪ নভেম্বর এবং এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর থেকে শুরু হয়, ২০২২ সালের এসএসসি পরীক্ষা ১৯ জুন এবং এইচএসসি পরীক্ষা ২২ আগস্ট থেকে শুরু হয়, ২০২৩ সালের এসএসসি পরীক্ষা ৩০ এপ্রিল এবং এইচএসসি পরীক্ষা ১৭ আগস্ট থেকে শুরু হয়, সর্বশেষ চলতি বছর (২০২৪ সাল) এসএসসি পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি হয়েছিল। তাছাড়া এইচএসসি পরীক্ষা আগামীকাল রবিবার (৩০ জুন) থেকে শুরু হবে।

এর আগে গত আগস্টে তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক অনুষ্ঠানে বলেছিলেন, করোনা ভাইরাস মহামারি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গত দুই থেকে তিন বছর আমাদের একাডেমিক ক্যালেন্ডার একটু এলোমেলো হয়েছে। আগামী বছর থেকে এটা ঠিক হবে বলে আশা করি। আগামী বছর চেষ্টা থাকবে এইচএসসি পরীক্ষা এপ্রিলে নেওয়ার আর এসএসসি চেষ্টা করবো আগের মতো ফেব্রুয়ারিতে নিতে।

তবে ২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে শুরু হলেও এইচএসসি পরীক্ষা এপ্রিলে নেওয়া সম্ভব হয়নি। এদিকে এলোমেলো শিক্ষা সূচিকে এবার পুরোনো সূচিতে ফেরাতে পরিকল্পনার কথা জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা। তারা জানান, আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা এগিয়ে নিতে কাজ চলছে। বোর্ড সংশ্লিষ্টদের মতে বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী বছরের জুন-জুলাই মাসে বর্ষা মৌসুম থাকে। চলতি বছরেও বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। ফলে শুষ্ক মৌসুমে পুরোনো সূচিতে পরীক্ষা নিতে প্রস্তুতি নিচ্ছে বোর্ডগুলো।


সর্বশেষ সংবাদ