প্রথমবারের মতো বিশ্বকাপ খেলা নিশ্চিত, দলের সবাইকে গাড়ি উপহার দিলেন প্রেসিডেন্ট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ জুন ২০২৫, ১১:৪৫ AM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:০৬ AM
আরব আমিরাতের বিপক্ষে গোলশূন্য ড্র করে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে উজবেকিস্তান। এ অর্জনকে স্বীকৃতি দিতে তাৎক্ষণিকভাবে দেশটির প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ প্রত্যেক খেলোয়াড়কে নতুন গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। মঙ্গলবার (১০ জুন) রাতে বিশ্বকাপ বাছাইপর্বের সেই শেষ ম্যাচ শেষে আনুষ্ঠানিকভাবে প্রত্যেক খেলোয়াড়ের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।
খেলা শুরুর আগে মাঠে সারিবদ্ধভাবে গাড়িগুলো সাজিয়েও রাখা হয়েছিল। উপহার দেওয়া গাড়িগুলো চীনের অন্যতম বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির।
গত সপ্তাহে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে উজবেক কোচ তিমুর কাপাদজে বলেন, ‘আমরা অনেক দূর এসেছি এবং দারুণ ফল পেয়েছি। আমরা আমাদের দেশের সব মানুষকে এবং প্রেসিডেন্টকে অভিনন্দন জানাচ্ছি। এই জয় আমাদের সবার।’
গ্রুপ ‘এ’তে ইরানের পর দ্বিতীয় স্থানে থেকে বাছাইপর্ব শেষ করেছে উজবেকিস্তান। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২১। এই গ্রুপ থেকে ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে ইরান। গতকাল রাতে যারা উত্তর কোরিয়াকে হারিয়েছে ৩–০ গোলে।