আলোকস্বল্পতায় স্থগিত ফেডারেশন কাপের ফাইনাল

বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের ফেডারেশন কাপের ফাইনাল
বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের ফেডারেশন কাপের ফাইনাল   © সংগৃহীত

অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ। এরপর ম্যাচ রেফারি, ম্যাচ কমিশনারসহ দুই দলের কোচ, ম্যানেজাররা নিজেদের মধ্যে আলাপ সেরে জানালেন, আলোক স্বল্পতায় আপাতত স্থগিত থাকছে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচটি। পাশাপাশি এ-ও জানানো হয়, বাকি খেলা পুনরায় অন্য একদিন হবে।

জানা গেছে, অবশিষ্ট অংশের জন্য নতুন দিনক্ষণ ঠিক করবেন বাফুফের লিগ কমিটি। মূলত রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফ্লাডলাইট না থাকায় অতিরিক্ত সময়ের বাকি ১৫ মিনিটের খেলা চালিয়ে নেওয়া সম্ভব হয়নি। সেক্ষেত্রে নতুন কোনো দিন এই ১৫ মিনিট লড়বে দল দুটি। এরপরও ম্যাচ সমতায় থাকলে টাইব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে।

এদিকে আলোর স্বল্পতায় ঘরোয়া ফুটবলে খেলা না হওয়ার ঘটনা, অতীত কিংবা আগে কখনো শোনা যায়নি। মূলত আকস্মিক ঝড়ে এক ঘণ্টার বিরতি ছিল ম্যাচের। এজন্যই আলোর স্বল্পতার প্রতিবন্ধকতায় পড়ে শিরোপা নির্ধারণী ম্যাচটি।

অবশ্য দু'দিনে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার ঘটনা আছে। বৃষ্টির জন্য সিলেটে শেখ রাসেল ও বসুন্ধরা কিংসের ম্যাচ দুইদিনে হয়েছিল। এরকম আরো বেশকিছু ঘটনা আছে।

অন্যদিকে অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ১০ জনের দলে পরিণত হয় কিংস। আবাহনীর ফুটবলারকে পেছন থেকে লাথি দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন ফয়সাল আহমেদ ফাহিম। এর তিন মিনিট পরই প্রথমার্ধ শেষ করার বাঁশি বাজান রেফারি। এরপরই স্থগিত হয় ম্যাচটি। তবে কিংস ১০ জনের দলে পরিণত হওয়ায় খেলা স্থগিতের সিদ্ধান্তে নাখোশ ছিল আবাহনী। এ নিয়ে বেশ অসন্তোষ প্রকাশও করেন আবাহনীর ম্যানেজার সত্যজিত দাশ রুপু।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!