বিশ্বকাপের টিকিট পেল ইরান, চিন্তা বাড়ল যুক্তরাষ্ট্রের
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৪:১৭ PM , আপডেট: ২৭ মার্চ ২০২৫, ০৪:১৭ PM

এশিয়ার প্রথম দেশ হিসেবে ফিফা ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়েছিল জাপান। এবার উজবেকিস্তানের সঙ্গে ড্র করে সপ্তমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে ইরান।
এদিকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপের অধিকাংশ ম্যাচই যুক্তরাষ্ট্রে হবে; তাই রাজনৈতিক শুত্রু ইরান বিশ্বমঞ্চের টিকিট পাওয়ায় চিন্তা বাড়ল তাদের। কেননা, ইরানকে আতিথ্য দিতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র!
জাপান-ইারান ছাড়াও নিউজিল্যান্ডের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাছাইপর্ব থেকে দ্বিতীয় দল হিসেবে ৪৮ দল নিয়ে অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপের টিকিট কেটেছিল তাসমান পাড়ের দ্বীপরাষ্ট্রটি।
অন্যদিকে গত বুধবার (২৬ মার্চ) ব্রাজিলের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। যদিও ওই জয়ের আগেই দ্য গ্রেটেস্ট শো অন আর্থ-এর টিকিট নিশ্চিত হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। বলিভিয়া ও উরুগুয়ের মধ্যকার ম্যাচ ড্র হওয়ায় বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার।
বাছাইপর্ব থেকে এখন পর্যন্ত ৪ দেশ অর্থাৎ জাপান, ইরান, আর্জেন্টিনা ও নিউজিল্যান্ডের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে। এ ছাড়া স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপ খেলবে। সব মিলিয়ে ৭ দলের আগামী বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে।