ব্রাজিল ম্যাচের আগেই সুখবর, বিশ্বকাপের টিকেট পেল আর্জেন্টিনা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০৪:২০ AM , আপডেট: ২৬ মার্চ ২০২৫, ০৬:০৩ PM

ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে তেমন কিছু করতে পারল না বলিভিয়া। আক্রমণের ঝড় তুলে উরুগুয়েও পেল না জালের দেখা। তবে, তাদের অমীমাংসিত লড়াইয়ে চাওয়া পূরণ হয়ে গেল আর্জেন্টিনার। আগামী বিশ্বকাপের মূলপর্বের টিকেট পেয়ে গেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
বলিভিয়ার লা পাসে বুধবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
ঘরের মাঠে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায়। ঠিক তার আগেই সুখবর পেল আর্জেন্টিনা।
পুরো ম্যাচে প্রায় ৬৫ শতাংশের বেশি সময় পজেশন রেখে গোলের জন্য ৩২টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে সাবেক বিশ্বকাপজয়ীরা। আর বলিভিয়া ১১টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি।
২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চল থেকে টেবিলের প্রথম ছয় দল সরাসরি মূলপর্বে জায়গা পাবে। এর মধ্যে একটি নিশ্চিত হয়ে গেল; ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা।
এখানে পয়েন্ট হারিয়ে টেবিলের চতুর্থ স্থানেই থাকল উরুগয়ে, ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ২১। তাদের সমান পয়েন্ট নিয়ে একধাপ ওপরে ১৩ ম্যাচ খেলা ব্রাজিল। আর ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে সপ্তমস্থানে বলিভিয়া।