আমি বলিউডেরও অনেক ঊর্ধ্বে: অনন্ত জলিল

অনন্ত জলিল
অনন্ত জলিল  © সংগৃহীত

ঈদ-উল-আজহায় মুক্তি পেয়েছে ঢালিউডের আলোচিত অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলের সিনেমা ‘দিন: দ্য ডে’, মীম ও রাজ অভিনিত 'পরান' এবং পূজা ও রোশন অভিনীত 'সাইকো'। কিন্তু সিনেমা মুক্তির পর শুরু হয় বিতর্কের। আর চলছে একে অপরের উপর কাদা ছোড়াছুড়ি। এরই জেরে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্ত জলিল দাবি করেছেন, তিনি বলিউডেরও অনেক ঊর্ধ্বে চলে গেছেন।

বলিউড কিংবা হলিউড সিনেমার প্রস্তাব পেলে কি করবেন? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে অনন্ত বলেন, ‘আপনি তো বলিউড বলছেন। তারও অনেক ঊর্ধ্বে আমি আগেই চলে গেছি। সেই ইরানের সঙ্গে ছবি করার...। ইরানের সঙ্গে ছবি করা তো চাট্টিখানি কথা না। ছোটবেলা থেকে ইরানের সিনেমা বিটিভিতে (বাংলা ডাবিং) দেখতাম। মানুষের স্বপ্ন ছিল যে ইরানের ছবি দেখবে। সেই ইরানের সঙ্গে আমি ছবি করেছি। তুরস্কের সঙ্গে ছবি করেছি।’

আরও পড়ুন: হিরো আলম বললেন— পারি না এমন কিছু নেই!

অনন্ত জলিল বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র জগতের কলাকুশলীরা কলকাতার সঙ্গেই কাজ করত। আমি কাজ করলাম ‘দ্য স্পিড’ মুভি মালয়েশিয়ার সঙ্গে। তারপর দেখেন ‘দিন: দ্য ডে’ মুক্তি পেল। আমি এই কাজটি করেছি ইরানের সঙ্গে। তারপর আমার প্রজেক্ট হচ্ছে ‘দ্য লাস্ট হোপ’, যেটা আমি কাজ করছি নরওয়ের সঙ্গে। তাহলে এখানে প্রস্তাবের কি আছে!’

এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে তার অভিনীত সিনেমার প্রতিক্রিয়া নিয়ে বলেন, ‘মানুষের একটা সময় থাকে তারা সবাই মিলে মজা করবে, কিছু একটা নিয়ে হাসবে। মানে সময়টা কাটাবে। এই স্যোশাল মিডিয়া বিনোদনের একটা মাধ্যম হয়ে গেছে।


সর্বশেষ সংবাদ