শাকিবের জন্মদিনের শুভেচ্ছাবার্তায় যা লিখলেন অপু-বুবলী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৪:৪৬ AM , আপডেট: ২৮ মার্চ ২০২৫, ০৪:৫১ AM

ঢাকাই সিনেমার দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী দুজনই চিত্রনায়ক শাকিব খানের সন্তান জয় ও বীরের মা। অপু বিশ্বাস আর বুবলি দুজনই শাকিবের প্রাক্তন স্ত্রী। শাকিবকে নিয়ে এই দুই নায়িকা মাঝে মধ্যেই সামাজিক মাধ্যমে এক অপরকে নানা বাক্যবাণে জর্জরিত করেন। তবে ব্যতিক্রম দেখা গেল নায়কের জন্মদিনে। দুজনেই শাকিবের প্রশংসা করে জানিয়েছেন শুভেচ্ছা।
সিনেমার দৃশ্যে দুজনার একটি ফ্রেম ফেসবুকে পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে অপু লিখেছেন, ‘শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান।’ হ্যাসট্যাগ দিয়ে লিখেছেন, আমার শাহরুখ খান।
এদিকে সাবেক স্বামীর প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলীও। তিনি লিখলেন, ‘শুভ জন্মদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মহারাজা শাকিব খান। মাঝে জুড়ে দিলেন ভালোবাসার ইমোজি।
শুক্রবার (২৮ মার্চ) শাকিবের জন্মদিনে ভক্ত-অনুরাগী-শুভাকাক্সক্ষী ও শোবিজ অঙ্গনের অনেক তারকাই ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন তাকে। বুবলীও অভিনেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। তবে ফেসবুকে একদমই নীরব অপু। নেই কোনো শুভেচ্ছা বার্তাও।
১৯৭৯ সালের ২৮ মার্চ জন্ম এই চিত্রনায়কের। জীবনের ৪৩ বসন্ত পেরিয়ে ৪৪ পা দিলেন তিনি। ‘অনন্ত ভালবাসা’ সিনেমার মাধ্যমে ১৯৯৯ সালে তার অভিনয় জীবনের যাত্রা শুরু।