রায়ে মেয়র হলেন ইশরাক, এমপি পদ দাবি করলেন হিরো আলম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৫:৪৮ PM , আপডেট: ২৭ মার্চ ২০২৫, ০৫:৪৮ PM

আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত।। বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
রায়ের ফলে সরকারের গেজেটে শেখ ফজলে নূর তাপসের নাম বাতিল করা হয়েছে, এবং ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচনে নির্বাচন কমিশন তাপসকে বিজয়ী ঘোষণা করেছিল।
এদিকে, আদালতের এই রায়ের পরপরই নিজের সংসদ সদস্য (এমপি) পদ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বিকেল ৪টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লেখেন—যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে, হিরো আলম ঢাকা-১৭, বগুড়া-৪, বগুড়া-৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেয়া হোক। আমি তো অনেক নির্যাতিত হয়েছি।
তার এই পোস্ট দ্রুত নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। অনেকেই মন্তব্য করে তার দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।
এর আগে, হিরো আলম রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন এবং কোনো নির্বাচনে অংশ নেবেন না বলেও জানিয়েছিলেন। কিন্তু আদালতের রায়ের পর এবার তিনি নিজেকে এমপি হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন।