একই দিনে শবে বরাত, পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস—উৎফুল্ল শাবনূর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
আজ পবিত্র শবে বরাত, পহেলা ফাল্গুন এবং বিশ্বভালোবাসা দিবস একই দিনে পালন হচ্ছে, যা নিয়ে বিশেষ আনন্দিত ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। সোশ্যাল মিডিয়ায় তার পোস্টে এই তিনটি দিবসের উদযাপন নিয়ে তার উচ্ছ্বাস স্পষ্ট।
শাবনূর তার ফেসবুক পোস্টে শবে বরাতের গুরুত্ব তুলে ধরে লেখেন, ‘আজ পবিত্র শাবান মাসের মহিমান্বিত ও বরকতময় রাত, 'শবে বরাত'। এ রাতে মহান আল্লাহর রহমত ও বরকত কামনা করছি। হে আল্লাহ, আমাদের সবাইকে ক্ষমা করুন।’
পহেলা ফাল্গুন উপলক্ষে তিনি বলেন, ‘অন্যদিকে আজ পহেলা ফাল্গুন, বসন্তের আগমন ঘটেছে। ফাল্গুনের বর্ণিল হাওয়ায় সবার জীবন ভরে উঠুক আনন্দে। সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা ও ভালোবাসা।’
এছাড়াও, তিনি বিশ্বভালোবাসা দিবসের জন্য তার ভক্তদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘হ্যাপি ভ্যালেনটাইনস!’ তার পোস্টে তিনটি ছবি যুক্ত করেছেন শাবনূর।
দীর্ঘ বিরতির পর গত বছর অভিনয়ে ফিরেছিলেন শাবনূর। ‘রঙ্গনা’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমাটির দৃশ্যধারণ অর্ধেকের বেশি শেষ হয়েছে বলে জানান পরিচালক আরাফাত হোসাইন।