জামিন পাওয়ার পর যা বললেন পরীমণি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১২:১৯ PM , আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫, ১২:১৯ PM

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিনের মাথায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। আজ সোমবার (২৭ জানুয়ারি) আত্মসমর্পণ করলে তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।
জামিন পাওয়ার পর সংবাদমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন অভিনেত্রী। তিনি বলেন, ‘শুরু থেকেই আইনের ওপর শ্রদ্ধশীল ছিলাম, এখনো আছি। আইনের ওপর বিশ্বাস ছিল। আর একদম শুরু থেকেই আপনারা সবাই যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, যতটা পেরেশানিতে ছিলেন, তা দেখে আমার নিজের যত দুঃখ ছিল, সেটা ঘুচে গেছে। সবাইকে ধন্যবাদ।’
তিনি আরও বলেন, ‘আমার আসলে এ মুহূর্তে কিছুই বলার নেই। কালকে (রোববার) থেকে আপনারা যেভাবে ভালোবাসা জানান দিয়েছেন আমাকে, এই ভালোবাসার প্রতি আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব। আমি ধন্য।’
আরও পড়ুন: আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি
পরী বলেন, গতকাল থেকে আপনারা যেভাবে আপনাদের ভালোবাসা আমাকে জানান দিয়েছেন সেজন্য আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব। আপনাদের ভালোবাসায় আজ জামিন নিয়ে বাসায় ফিরছি।
২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন বোটক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। ওই মামলায় আদালতে পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে আজ সোমবার আদালতে উপস্থিত হন অভিনেত্রী।