বিএনপির কনসার্ট মাতাবেন জেমস-বেবী নাজনীন, থাকবে নানা আয়োজন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ AM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪, ১১:৪২ AM
এবার বিজয় দিবস-২০২৪ ব্যাপকভাবে উদ্যাপনের উদ্যোগ নিয়েছে বিএনপি। ভিন্নদেশী সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি ও নতুন প্রজন্মকে দেশের ইতিহাস এবং সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতে ১৬ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠেয় কনসার্ট আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে। থাকবে নানা আয়োজন।
সম্প্রতি রাজধানীর গুলশানের উদয় টাওয়ারে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী।
জানা গেছে, কনসার্টে মূল চমক হিসেবে থাকছেন শিল্পী বেবী নাজনীন। তিনি রাজনৈতিক নিগ্রহের শিকার হয়ে গত প্রায় ১৫ বছর দেশের মাটিতে গাইতে পারেননি। থাকতে পারেননি দেশের বুকে। পাড়ি জমাতে হয়েছে যুক্তরাষ্ট্রে। এ কারণে অন্য শিল্পীদের ছাপিয়ে এবারের বিজয় দিবসের কনসার্টে মূল চমক হয়ে হাজির হবেন বেবী নাজনীন।
এ কনসার্ট প্রসঙ্গে বেবী নাজনীন বলেন, ‘সবার আগে দেশ। দেশের জন্যই আমাদের তরুণরা নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছেন। তাই দেশের সংস্কৃতি আগে প্রাধান্য দিতে হবে। সে লক্ষ্যেই এ কনসার্ট আয়োজন করা হচ্ছে। বিজয় দিবসের কনসার্টে গাইব, এটা ভাবতেই ভালো লাগছে। সবাইকে তো বটে, বিশেষ করে তরুণ প্রজন্মকে এ কনসার্টে আসার আমন্ত্রণ জানাচ্ছি।’
কনসার্টে পারফর্ম করবেন জনপ্রিয় সংগীত তারকা মাহফুজ আনাম জেমস। জেমসের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিজয় দিবসের এই কনসার্টে নগর বাউলের সঙ্গে চুক্তি হয়েছে। নগর বাউল পারফর্ম করবে।’
এছাড়াও ডিফারেন্ট টার্চ, আর্ক, রাফা, কনক চাঁপা, ইমরান, মনির খান, প্রীতম, কনা, বাউল শিল্পী ও লালন শিল্পীসহ এ প্রজন্মের জনপ্রিয় একঝাঁক শিল্পী পারফর্ম করবেন।
১৬ ডিসেম্বর বিকেল ৩টা থেকে শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত। তরুণ প্রজন্মকে এ কনসার্টে আসার আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।