পাকিস্তানে ফিরে বাংলাদেশ নিয়ে যা বললেন আতিফ আসলাম

ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে গাইছেন আতিফ আসলাম
ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে গাইছেন আতিফ আসলাম  © সংগৃহীত

গত শুক্রবার (২৯ নভেম্বর) ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে গেয়েছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। ওই আয়োজনে যেমন ছিল সংগীতের ঝংকার, তেমনিও ব্যবস্থাপনা নিয়ে হয়েছে সমালোচনা। 

এই গায়ক ফিরে গেছেন নিজ দেশ পাকিস্তানে। গিয়ে জানালেন আয়োজন নিয়ে তার মন্তব্য!

শুক্রবার রাত ৯টায় মঞ্চে ওঠেন আতিফ আসলাম। পরে টানা তিন ঘণ্টা নন-স্টপ পারফরম্যান্সে দর্শকদের মাতিয়ে রাখেন এই গায়ক। যদিও আয়োজকদের সঙ্গে ১ ঘণ্টা ২০ মিনিট পারফর্ম করার চুক্তি হয়েছিল আতিফ আসলামের। কিন্তু দর্শকদের ভালোবাসায় অভিভূত হয়ে মঞ্চে বেশি সময় গান করেন এই গায়ক।

আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ কনসার্ট ঘিরে বাইরে রাস্তায় অসংখ্য দর্শকদের ভিড় করতে দেখা যায়। লম্বা লাইন পেরিয়ে দরজায় এসে প্রবেশ করতে গিয়ে মারামারির শিকার হতেও হয়েছে অনেকের। আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশনস সিদ্ধান্ত পরিবর্তনে হয়রানির শিকার হয়েছেন বলে অনেকে দাবি করেছেন। শৃঙ্খলা আনতে সেনাবাহিনী কনসার্টে আগত দর্শকদের ওপর লাঠিচার্জ করে। এতে অনেককেই গুরুতর আহত হতে দেখা যায়। অগণিত মানুষের ভিড়ের কারণে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন: ঢাবি ছাত্রী ধর্ষণ: নাটকে সত্য ঘটনা তুলে ধরবেন মম

তবে আতিফের গান আর অমায়িক ব্যবহার মুগ্ধ করেছে বাংলাদেশের শ্রোতাদের। এবার আতিফও এক পোস্টে বাংলাদেশের কথা জানালেন।

আতিফ আসলাম তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন। এতে উঠে এসেছে কনসার্টের এক টুকরো বাংলাদেশ। এক মিনিটের ভিডিওতে কনসার্টের বিভিন্ন মুহূর্ত তুলে ধরেছেন এই গায়ক। গান ও ভক্তদের সঙ্গে সময় কাটানো, গানের তালে শ্রোতাদের উন্মাদনা, মঞ্চের লাল-নীল আলো এমনকি ভক্তদের সঙ্গে তোলা সেলফি কিছুই বাদ গেল না ভিডিওটিতে। ক্যাপশনে আতিফ লিখেছেন, ‘কৃতজ্ঞতা বাংলাদেশ।’


সর্বশেষ সংবাদ