উর্দু ডাবিংয়ে পাকিস্তানে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘তুফান’
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ১০:১৪ PM , আপডেট: ১৯ অক্টোবর ২০২৪, ১০:১৪ PM
কয়েক বছর ধরে বিদেশে নিয়মিত মুক্তি পাচ্ছে বাংলাদেশের সিনেমা। এ ধারাবাহিকতায় পাকিস্তানে যাচ্ছে শাকিব খানের ‘তুফান’। বাংলা ভাষায় নয়, সিনেমাটি দেখা যাবে উর্দুতে। ইতিমধ্যে উর্দুতে ডাবিং হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই।
জানা গেছে, পাকিস্তানজুড়ে সিনেমাটি মুক্তি পাবে আগামী ১ নভেম্বর। পাকিস্তানের সিনেপ্লেক্সগুলোতে বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে শোভা পাচ্ছে তুফানের পোস্টার। সেই দৃশ্যের ভিডিও পোস্ট করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রযোজক শাহরিয়ার শাকিল। এর আগে গত ১৩ সেপ্টেম্বর ভারতের বিহারে হিন্দি ভাষায় মুক্তি পেয়েছিল ‘তুফান’।
প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘আমরা আগামী নভেম্বরের ১ তারিখ থেকে পাকিস্তানে বড় পরিসরে আমাদের “তুফান” মুক্তি দিচ্ছি। পাকিস্তানের দর্শকদের বাংলা সিনেমা নিয়ে আগ্রহ রয়েছে, সেটা বুঝতে পারছি। আশা করছি, সেই প্রত্যাশা পূরণ হবে।’
ঈদুল আজহা উপলক্ষে গত ১৭ জুন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘তুফান’। মুক্তির পরপরই সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়েন দর্শক। স্টার সিনেপ্লেক্স সূত্রে জানা গেছে, জুন-জুলাইয়ে টিকিট বিক্রির হিসাবে প্রথমে ছিল ‘তুফান’। দর্শক চাহিদার কারণে এখনো সিনেপ্লেক্সসহ দেশের বেশ কিছু হলে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।
সিনেমাটি বানিয়েছেন রায়হান রাফী। দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে আছেন বাংলাদেশের নাবিলা ও পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী। আরও আছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত প্রমুখ।