‘আজ রবিবার’র নির্মাতা মনির হোসেন আর নেই

‘আজ রবিবার’র নির্মাতা হিসেবে খ্যাত মনির হোসেন জীবন
‘আজ রবিবার’র নির্মাতা হিসেবে খ্যাত মনির হোসেন জীবন  © সংগৃহীত

হুমায়ূন আহমেদের লেখা জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘আজ রবিবার’র নির্মাতা হিসেবে খ্যাত মনির হোসেন জীবন আর নেই। বুধবার রাত দেড়টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার ব্রেইন স্ট্রোক হলে নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বলে জানা গেছে।

অভিনেতা সনি রহমান জানান, বৃহস্পতিবার শিল্পকলা একাডেমিতে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে লাশ নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি নরসিংদীর মনোহরদীতে। দ্বিতীয় জানাজা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। 

আরো পড়ুন: সাকলায়েনের প্রতি নিঃসন্দেহে অন্যায় হয়েছে: পরীমণি

মনির হোসেন ১৯৬৮ সালের ১৫ ফেব্রুয়ারি মনোহরদীর কুতুবদী (বড় বাড়ী) গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আশির দশকে বাংলাদেশ আনসার দলের খেলোয়াড় ছিলেন। পাশাপাশি বিনোদন চর্চা করতেন ঊদিচী শিল্পী গোষ্ঠিতে। পরবর্তীতে বাংলাদেশ থিয়েটারের মাধ্যমে মঞ্চ নাটকে যুক্ত হন।১৯৯০ সালে চাচা পরিচালক বদিউল আলম খোকনের হাত ধরে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন।


সর্বশেষ সংবাদ