‘ডিপ্রেশন শব্দটা শহুরে, এটা বড়লোকদের বিলাসিতা, গ্রামে এসব নেই!’

অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি
অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি  © সংগৃহীত

অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির জন্ম উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলার বুধানা গ্রামে। পরবর্তীসময়ে কর্মসূত্রে তিনি মুম্বইয়ে এসে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন সিদ্দিকি বলেছেন, ‘ডিপ্রেশন শহরের শব্দ। বড়লোকদের বিলাসিতা। যারা জীবনযুদ্ধে ব্যস্ত, তাদের জীবনে এসবের অস্তিত্ব নেই।’ এক সাক্ষাৎকারে সম্প্রতি ‘মানসিক অবসাদ’-এর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন নওয়াজ।

ম্যাশেবল ইন্ডিয়াতে দেয়া সাক্ষাৎকারে নওয়াজ বলেন, “গ্রামের মানুষ ডিপ্রেশন চেনে না। যদি কখনও বাবাকে বলতাম যে ‘ডিপ্রেশন ফিল করছি’, বাবা কষে চড় বসিয়ে দিতেন। ডিপ্রেশন সেখানে ছিল না, কারওই হতো না ডিপ্রেশন। সবাই সেখানে সুখী। কিন্তু শহরে এসে উদ্বেগ, বিষণ্ণতা, বাইপোলার সম্পর্কে জেনেছি।’

নওয়াজের কথায়, ‘খেটে খাওয়া, পিছিয়ে পড়া মানুষদের জন্য অবসাদের মতো শব্দগুলো কোনও অর্থই রাখে না। তাঁরা জীবনে নিত্যদিনের লড়াইয়ে ব্যস্ত। যতক্ষণ না জীবনে টাকা আসে, তাঁদের এধরনের রোগ হয় না। ফুটপাতে যাঁরা ঘুমোন, তাঁদের প্রশ্ন করে দেখুন ডিপ্রেশন কী? ওরা বলতে পারবে না। এটা এক্কেবারেই বড়লোকেদের বিলাসিতা।’ 

অভিনেতা বলেন, ‘শহরে এসে এসব হয়। এখানে মানুষ অনেক ছোট আবেগকেও বড় করে দেখে।’ কারও যখন পয়সা হয়, তখন এধরনের অসুখ হয়।’

আরও পড়ুন: পৃথিবীতে একমাত্র দিশা আমাকে স্বার্থহীনভাবে ভালোবেসেছে : সালমান মুক্তাদির

প্রসঙ্গত, খুবশীঘ্রই নওয়াজউদ্দিন সিদ্দিকিকে 'যোগীরা সারা রা রা' বলে একটি ছবিতে দেখা যাবে। যেখানে নওয়াজের বিপরীতে দেখ যাবে নেহা শর্মাকেও। যেটি কিনা একটি রোম্যান্টিক কমেডি। এছাড়াও 'ইমার্জেন্সি'-তেও দেখা যাবে নওয়াউদ্দিনকে। সুধীর মিশ্রর 'আফওয়াহ'তেও দেখা যাবে নওয়াজকে।


সর্বশেষ সংবাদ