পাবিপ্রবির নতুন ট্রেজারার অধ্যাপক সালাহ উদ্দিন
- পাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২, ০২:৪৫ PM , আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৭ PM
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ও একই বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছা. রোখছানা বেগমের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
আরও পড়ুন : প্রভাষক তাহমিনার আগুনে পুড়ে মৃত্যু দুর্ঘটনা নয়, ‘হত্যাকাণ্ড’
ড. কে এম সালাহ উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয় থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি অর্জন করেন।