রুয়েট ভিসির রুটিন দায়িত্বে অধ্যাপক সাজ্জাদ
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ আগস্ট ২০২২, ০৭:৫৫ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২২, ০৯:১৮ PM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভিসির পদ শূন্য হওয়ায় বিশ্ববিদ্যালয়টির জ্যেষ্ঠতম অধ্যাপক ও অ্যাপলাইড সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদ ডিন ড. মো. সাজ্জাদ হোসেনকে অতিরিক্ত ভিসির দায়িত্ব দেয়া হয়েছে। নতুন ভিসি দায়িত্বগ্রহণ পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন।
বুধবার (০৩ আগষ্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেয়া হয়।
বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, রুয়েটের ভাইস চ্যান্সেলরের পদ শূন্য হওয়ায় পরবর্তী ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির জ্যেষ্ঠতম অধ্যাপক সাজ্জাদ হোসেনকে উক্ত বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কর্মকান্ড পরিচালনার মর্মে সাময়িকভাবে ডিনের দায়িত্বের অতিরিক্ত ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব প্রদান করা হলো।
আরও পড়ুন: চবিতে হলের অফিসে তালা ঝুলিয়ে আন্দোলন ছাত্রীদের
এর আগে, বিশ্ববিদ্যালয়টির সাবেক ভিসি অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম শেখের মেয়াদ গত ৩০ জুলাই শেষ হয়। তিনি ২০১৮ সালের ১ আগস্ট রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পান। ভিসির দায়িত্বের আগে তিনি বিশ্ববিদ্যালয়টির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।