মাভাবিপ্রবির নবীন শিক্ষার্থীদের ক্লাস ২৩ মার্চ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টারের ওরিয়েন্টেশন আগামী বুধবার (২৩ মার্চ) অনুষ্ঠিত হবে। এরপর যথারীতি ক্লাস কার্যক্রমও শুরু হবে। রবিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাসের সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ নির্ধারণ করবে। এছাড়া নবাগত শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির সময় এসএসসি ও এইচএসসি অথবা সমমান মূল সার্টিফিকেট ও মার্কশীট সঙ্গে আনতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তবে নবীনদের ক্লাস শুরর বিজ্ঞপ্তি প্রকাশ হলেও এখনো লাইফ সায়েন্স অনুষদে কিছু আসন খালি আছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মাহবুবুল হক জানান, গণবিজ্ঞপ্তি অনুযায়ী ১৬ মার্চ ভর্তি নেয়ার পর যত সংখ্যক আসন খালি ছিলো সে অনুযায়ী মেধাতালিকায় থাকা পরবর্তী ভর্তিচ্ছুদের ফোন করে নিশ্চিত হওয়ার পর রবিবার (২০ মার্চ) তাদের ভর্তি হওয়ার কথা থাকলেও কয়েকজন ভর্তি হয়নি।

আরও পড়ুন: র‌্যাগিং নিষিদ্ধ ঘোষণা মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে

তবে এই অনুষদের খালি থাকা ১৩টি আসন পরবর্তী মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের ফোন করে ডেকে ভর্তি নেয়া হবে বলে জানান তিনি।

এদিকে, কোটা থাকা শিক্ষার্থীদের ভর্তির ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক নোটিশ দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে জানা গেছে চলতি সপ্তাহেই কোটা থাকা শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে।

মাভাবিপ্রবিতে ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন হওয়ায় নির্দিষ্ট মূল কাগজপত্র ক্লাস শুরুর সময় থেকে জমা নেয়ার কথা বলা হয়েছে। ফলে যদি বিশ্ববিদ্যালয়টিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে যদি সকলে মূল কাগজপত্র জমা না দেয় সেক্ষেত্রে আবারও আসন খালি থাকার সম্ভাবনা রয়েছে।


সর্বশেষ সংবাদ