বুয়েটে ‘সেকেন্ড টাইম’ থাকছে না

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে না। শনিবার বিশ্ববিদ্যালয়ের ৪৭৫তম একাডেমিক কাউন্সিলের সভায় আগের নিয়মে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তই বহাল রাখা হয়েছে।

বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. ফোরকান উদ্দিন, ছাত্র কল্যাণ পরিচালন অধ্যাপক ড. মিজানুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, সভায় ভর্তি পরীক্ষার ‍সিলেবাস এবং সেকেন্ড টাইম পরীক্ষার বিষয়টি উত্থাপন করা হয়। এতে সর্ব সম্মতিক্রমে সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। তবে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখার বিষয়টি অনুমোদন দেয়া হয়নি।

আরও পড়ুন: সেকেন্ড টাইম’র দাবিতে চবিতে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান। তিনি জানান, সেকেন্ড টাইম পরীক্ষার বিষয়টি একাডেমিক কাউন্সিলে তোলা হয়েছিল। তবে এটি অনুমোদিত হয়নি। ফলে আগের নিয়মেই আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা আয়োজন প্রসঙ্গে তিনি আরও বলেন, সভায় সর্ব সম্মতিক্রমে পরিমার্জিত সিলেবাসে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা যে সিলেবাস পড়ে এইচএসসি পরীক্ষা দিয়েছে সেই সিলেবাস অনুযায়ী আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: মেডিকেলে প্রথম দফায় ভর্তি হতে পারেননি দেবী শেঠি

প্রসঙ্গত, গত বছরের ২২ ডিসেম্বর দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখার দাবিতে বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বরাবর স্মারকলিপি জমা দেন ২০২০ সালের এইচএসসি উত্তীর্ণরা।


সর্বশেষ সংবাদ