রুয়েটের দুই হলে করোনায় আক্রান্ত ৪ শিক্ষার্থী

রুয়েটে করোনায় আক্রান্ত
রুয়েটে করোনায় আক্রান্ত  © সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দুইটি হলে চারজন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে তিনজন ছাত্রী ও একজন ছাত্র। আক্রান্ত শিক্ষার্থীরা সুস্থ আছেন। আজ সোমবার (১৭ জানুয়ারি) এসব তথ্য জানিয়েছেন রুয়েটের ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. রবিউল আওয়াল।

তিনি বলেন, এখন পর্যন্ত চারজন শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছেন। তাদের নিজ নিজ হলে আইসোলেশনে রাখা হয়েছে। গতকাল রাতে করোনায় আক্রান্ত ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে। আজ ছাত্রীরা যাবেন। পরিবারের লোকজনকেও জানানো হয়েছে। সবাই সুস্থ আছেন।

আরও পড়ুন- বুয়েটের হলে করোনার হানা, আক্রান্ত ২৪

আক্রান্ত ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল হামিদ হলের আবাসিক শিক্ষার্থী। ছাত্রীরা দেশরত্ন শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থী।

এর আগে, বুয়েটের আটটি হলের ২৪ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

সম্প্রতি দেশে করোনাভাইরাসের প্রকোপ বেড়েছে। গতকাল সারাদেশে সংক্রমণের হার ছিলো প্রায় ১৮ শতাংশ। সপ্তাহ তিনেক আগেও এই হার ছিলো অনেক কম। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ২২২ জন।

আরও পড়ুন- গণরুমে থাকতেন করোনায় আক্রান্ত ঢাবি শিক্ষার্থী সাজ্জাদ

করোনা সংক্রমণ বাড়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করেছে। অনলাইনে তাদের ক্লাসগুলো চলছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্য বিশ্ববিদ্যালয়গুলো সশরীরে ক্লাস ও পরীক্ষা চালিয়ে যাওয়া ঘোষণা দিয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধের পক্ষে নন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯৫ ভাগ শিক্ষক-শিক্ষার্থী করোনা টিকা পেয়েছেন। তাই বিশ্ববিদ্যালয় বন্ধের দাবি যৌক্তিক নয়। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করারও কোনো চিন্তা সরকারের নেই বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ