সাস্ট ক্যারিয়ার ক্লাবের স্কুল কমিটি গঠন
- শাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২৩ আগস্ট ২০২১, ০২:৩৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২১, ০২:৩৭ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্যারিয়ার বিষয়ক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাবের ৯ম কার্যনির্বাহী কমিটির স্কুল কমিটি গঠন করা হয়েছে। এছাড়া বর্তমান কার্যকরী সদস্যদের যথাযথ পর্যবেক্ষনের মাধ্যমে তাদেরকে এসিস্টেন্ট লেভেলে পদোন্নতি দেওয়া হয়েছে।
রবিবার (২২ আগষ্ট) সন্ধ্যায় এক ভার্চুয়াল সভায় সংগঠনটির বর্তমান সভাপতি ওয়ালিউল ইসলাম সায়র এ স্কুল কমিটিতে ১৫ জন সদস্যকে পদোন্নতি প্রদান ও ৭ জন নবনিযুক্ত সদস্যকে কার্যকরী সদস্য হিসেবে ঘোষণা করেন।
সাস্ট ক্যারিয়ার ক্লাবের অন্তর্গত তিনটি স্কুলের মধ্যে স্কুল অব নলেজ ডেভেলপমেন্টে ভাইস প্রেসিডেন্ট নাদিয়া আফরিন তন্দ্রা, উপ-পরিচালক সাকিব হাসান রাসেল, সহকারী পরিচালক সারওয়াত কাশফী কনয় ও নওশিন অদ্রী, স্কুল অব স্কিল ডেভেলপমেন্টে ভাইস প্রেসিডেন্ট সামিউল মাহমুদ, উপ-পরিচালক সায়িদা নাওশিন আহমেদ, সহকারী পরিচালক আজমাইন আব্রেসাম ও শামিম রেজা, স্কুল অব রিসার্চ ডেভেলপমেন্ট এ ভাইস প্রেসিডেন্ট মেহদী মুসতোফা ভূঁইয়া বর্ষণ, উপ-পরিচালক মুনিয়া সুলতানা নিলা, সহকারী পরিচালক সাব্বির হুসাইন নিপু ও সাবরিনা আফরূজ মিতুকে মনোনিত করা হয়েছে। এছাড়াও প্রাইমারি প্রেজেন্টেশন স্কিল, প্রাইমারি পাব্ললিক স্পিকিং, ম্যানেজমেন্ট স্কিল, কমিউনিকেশন স্কিলসহ অন্যান্য কোয়ালিটির ভিত্তিতে কমিটির সহকারী সাধারণ সম্পাদক হিসেবে মো. রূবায়েত আহমেদ চৌধুরী, সাবরিনা আফরোজ মিতু, এবং আবরার ইসলাম, সহকারী সাংগঠনিক সম্পাদক আজমাইন আব্রেসাম, ছাব্বির হুসাইন নিপু এবং সারওয়াত কাশফী কনয়, সহকারী অর্থ সম্পাদক সাদমান ওয়াছিফ জিহান এবং নুর মোহাম্মদ রবিন, সহকারী দপ্তর সম্পাদক শাহাদাতুল মেরাজ, সহকারী জনসংযোগ সম্পাদক লাবিব ফারহান, সহকারী কর্পোরেট রিলেশন বিষয়ক সম্পাদক নাওশিন তাসফিয়া অদ্রী, সহকারী ডিজাইন বিষয়ক সম্পাদক হিসেবে শামিম রেজা, সহকারী আইটি বিষয়ক সম্পাদক মো. তানবির মাহতাব, সহকারী প্রচার সম্পাদক আরনব রয় দাসতিদার, সহকারী প্রকাশনা বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা শিল। কার্যকরী সদস্য হিসেবে মো. আজহারূল ইসলাম, নাজিরা আক্তার, মো. আহসানুল আলম নাঈম, মো. আশরাফুল ইসলাম, আফসানা ইসলাম শিপা, মেহেদী হাসান রোজ, মো. আসাদুজ্জামান মনোনীত হয়েছেন।
কমিটি গঠনকালে সংগঠনটির উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। এছাড়াও সাস্ট ক্যারিয়ার ক্লাব ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, কমিটির সাবেক- বর্তমান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।