‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ কুইজ প্রতিযোগিতায় বিজয়ী যারা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

বঙ্গবন্ধুর জন্মশতার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে গত ১৬ ডিসেম্বর “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন। প্রকাশিত হয়েছে এই প্রতিযোগিতার ফলাফল।

সোমবার (২১ ডিসেম্বর) ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালকের সাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ।

কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন মোঃ তামিম হোসেন (মাৎস্যবিজ্ঞান অনুষদ, আইডি : ২০০৬০১২)। দ্বিতীয় স্থান অর্জন করেন সিদ্দিকুল ইসলাম (বিজ্ঞান অনুষদ, আইডি : ১৮০৮১০১)। তৃতীয় স্থান অধিকারী আবু নাহিয়ান আরমান (ইঞ্জিনিয়ারিং অনুষদ, আইডি: ২০০৭৪০৮)। চতুর্থ স্থান অর্জন করেন মোঃ রনি সরকার (বিজ্ঞান অনুষদ, আইডি : ১৬০৮১৪০)।

পঞ্চম হয়েছেন আবুল বাশার (কৃষি অনুষদ, আইডি : ১৯০১৩৯৯)। ষষ্ঠ হয়েছেন মিলন কিসকু (ইঞ্জিনিয়ারিং অনুষদ, আইডি : ১৮০৭৩৫৩)। সপ্তম স্থান অর্জন করেন এমরানা রজি (ভিএএস অনুষদ, আইডি : ১৭০৪০৮৫)। অষ্টম স্থান লাভ করেন মোঃ জাহিদ হাসান (মাৎস্যবিজ্ঞান অনুষদ, আইডি : ১৬০৬০০৩)। নবম স্থান অর্জন করেন আরমিনা আক্তার আঁখি (কৃষি অনুষদ, আইডি: ২০০১৩১৯) এবং দশম স্থান লাভ করেন ইয়াসিন আরাফাত (মাৎস্যবিজ্ঞান অনুষদ, আইডি : ১৭০৬০৫৫)।

সার্বিক বিষয়ে ছাত্র পরামর্শ ও নিদেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন, “মূলত যে প্রথম স্থান অধিকার করেছে সে ১০ নাম্বার পেয়েছে। বাকি ১৯ জন ৯ নাম্বার পায়। সেখান থেকে লটারি করে বাকি নয়টি স্থান নির্ধারণ করা হয়েছে।”

এদিকে, প্রতিযোগিতার পুরস্কার গ্রহণের জন্য ছাত্র-ছাত্রীদের আগামী ৩১-১২-২০২০ ইং তারিখের মধ্যে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের ইমেইল (directorsaadhstu@gmail.com) স্টুডেন্ট আইডি কার্ডের কপি, মোবাইল নাম্বার, পত্র যোগাযোগের ঠিকানা প্রেরণ করার জন্য বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ