২৮ ঘন্টা পর রাবিপ্রবির ওয়েবসাইট উদ্ধার

রাবিরপ্রবির ওয়েবসাইট হ্যাক করার পর হ্যাকারদের বার্তা
রাবিরপ্রবির ওয়েবসাইট হ্যাক করার পর হ্যাকারদের বার্তা  © ফাইল ফটো

দীর্ঘ ২৮ ঘন্টা পর উদ্ধার হয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ওয়েবসাইটটি। মহানবীকে (সা.) নিয়ে ফ্রান্সের কটূক্তির পরে বাংলাদেশের সাইবার-৭১ সে দেশের কিছু বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করে। এর প্রতিবাদে ভারতীয় হ্যাকাররা বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করেছে।

গত শনিবার রাতে ভারতের আন্ডারগ্রাউন্ড হ্যাকারের হ্যাকিংয়ের কবলে পড়ে রাবিপ্রবির ওয়েবসাইটটি। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি উদ্ধারে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আজ রোববার (১ নভেম্বর) রাত ৩টার দিকে ওয়েবসাইটটি পুনরায় সচল হয়।

ওয়েবসাইট উদ্ধার হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামার সাহেদ আনোয়ার বলেন, ‘ওয়েবসাইটের সিকিউরিটি ত্রুটি থাকার কারণে হ্যাকাররা সহজেই হ্যাক করতে পেরেছিল। কিন্তু বর্তমানে ওয়েবসাইটের সিকিউরিটি ব্যবস্থা আপডেট করা হয়েছে। আরো কিছু সিকিউরিটি পর্যায়ক্রমে বাড়ানো হবে।’

ভবিষ্যতেও সাইবার হামলা নিয়ে রাবিপ্রবি কতটুকু প্রস্তুত- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অদূর ভবিষতে এত সহজে আর সাইবার হামলার সম্মুখীন হতে হবে না। তবে তেমন পরিস্থিতি যেন সৃষ্টি না হয় তার জন্য এখন থেকেই অগ্রিম ব্যবস্থা গ্রহণ করতে হবে।’


সর্বশেষ সংবাদ