মান সম্পন্ন গ্রাজুয়েট তৈরিতে শাবিপ্রবি ও কুয়েটের চুক্তি

শাবিপ্রবি ও  কুয়েটের মধ্যে চুক্তি স্বাক্ষর
শাবিপ্রবি ও কুয়েটের মধ্যে চুক্তি স্বাক্ষর  © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের সাথে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এর ‘‘গ্লোবাল স্যানিটেশন গ্রাজুয়েট স্কুল (জিএসএস) প্রোগ্রাম’’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (০৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ ১২টির বেশি দেশের সাথে বৈশ্বিকভাবে যুক্ত হতে পারবে বলে জানা যায়।

চুক্তি স্বাক্ষরকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ বলেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন রূপকল্প বাস্তবায়নের অন্যতম প্রধান শর্ত টেকসই পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করন। এরই ধারাবাহিকতায় ২০৩০ সালের মধ্যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে দেশে প্রথমবারের মত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় মান সম্পন্ন স্নাতকোত্তর পর্যায়ে গ্রাজুয়েট তৈরির জন্য এ চুক্তি কার্যকর ভূমিকা পালন করবে।

এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, এপ্লাইড সায়েন্সেস অনুষদে ডিন অধ্যাপক ড. মোস্তাক আহমেদ, সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হক অধ্যাপক ড. জহীর বিন আলম, অধ্যাপক ড. মিসবাহ উদ্দিন, সহযোগী অধ্যাপক গোলাম মোহাম্মদ মুন্না, সহকারী অধ্যাপক জনাব শরীফুল ইসলাম, প্রভাষক আয়েশা ফেরদৌস মিতা ও প্রভাষক সাবরিন আরা প্রমুখ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence