মাদক চোরাচালান রোধে আর্থ সামাজিক উন্নয়ন বিষয়ক সেমিনার

বর্ডার গার্ড বাংলাদেশের রংপুর রিজিয়ন সদর দপ্তরের আয়োজনে ‘মাদক চোরাচালান ও ব্যবহার রোধে সীমান্তবর্তী এলাকায় কর্মসংস্থান ও পূরর্বাসনের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে বিজিবির রংপুর রিজিয়ন সদর দপ্তরের রিজিয়ন মাল্টি পারপাস সেড-এ এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বর্ডার গার্ড বাংলাদেশ এর রংপুরের সেক্টর কমান্ডার কর্নেল আবু জাহিদ সিদ্দিকী, বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো: মাসুদ হোসেন, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম, রংপুরের জেলা প্রশাসক মো: আসিব আহসান, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, রংপুর মেট্রোপলিটল পুলিশ কমিশনার, র‍্যাব কমান্ডার সহ উদ্ধর্তন সরকারী কর্মকর্তাবৃন্দ।

সমাপনী বক্তা হিসেবে অনুষ্ঠানে মূল্যায়ন ও মতামত প্রদান করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বিজিবির রিজিয়নাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বেনজির আহমেদ।

এ সময় হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, বর্তমানে যুবসমাজ যেভাবে মাদকের দিকে ঝুঁকছে তা খুবই উদ্বেগজনক। তিনি বলেন বাংলাদেশের সমস্যার অগ্রাধিকার তালিকায় অন্যতম বিষয় হচ্ছে মাদক সমস্যা। এর থাবায় দেশ আজ রাহুর কবলে। বিভিন্নভাবে এর বিস্তার ও প্রসার ঘটেই চলছে। এর অন্যতম কারণ হচ্ছে অত্যাধিক মুনাফা। আর এর সবচেয়ে সহজ শিকার হচ্ছে তরুণসমাজ। এর ফলে বাধাপ্রাপ্ত হচ্ছে দেশের উন্নয়ন প্রক্রিয়ার চাকা। তাদের সংশোধন করে সমাজে সুস্থভাবে বাঁচার নিশ্চয়তা নিশ্চিতের মাধ্যমে দেশের উন্নয়নের কথা ভাবতে হবে। বর্তমান সরকারের হাতে নেওয়া পদক্ষেপের মধ্যে দারিদ্র্য বিমোচন, অধিক জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর, নিরক্ষরতা দূরীকরণ, সামাজিক অবক্ষয় রোধ, দূষণ মুক্ত পরিবেশের, গুণগত শিক্ষার প্রসার, বেকারত্ব হ্রাস, সব মহলের সম্মিলিত প্রয়াসই পারে সুন্দর পরিবেশের ও সমৃদ্ধিশালী দেশ গঠনে ভূমিকা রাখতে।

সমাপনী বক্তব্যে বিজিবির রিজিয়নাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বেনজির আহমেদ উপস্থিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিভিন্ন বাহিনীর সদস্যদের পাশাপাশি স্কুল কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহন করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence