পাবিপ্রবি ছাত্র হল-২ এর নতুন প্রভোস্ট ড. কামরুজ্জামান
- পাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৩ মে ২০২৫, ০৭:২৪ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১৬ PM
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ছাত্র হল-২ এর নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান।
শনিবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৭২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
নিয়োগপত্রে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকেই এ আদেশ কার্যকর হবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী তিনি প্রভোস্ট ভাতা প্রাপ্ত হবেন। বর্তমানে অধ্যাপক পদে কর্মরত থাকা অবস্থায় তিনি অতিরিক্তভাবে প্রভোস্টের দায়িত্ব পালন করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন, “ছাত্র হল-২ এর প্রভোস্ট হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের বিষয়। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই এই আস্থার জন্য। শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সুশৃঙ্খল এবং পাঠযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “হলের সিট বরাদ্দ নীতিমালা অনুযায়ী সুষ্ঠুভাবে পরিচালিত হবে। এ কাজে আমি সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করি।”