শিক্ষক-শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে ক্যাম্পাসে কুয়েট ভিসি
- কুয়েট প্রতিনিধি
- প্রকাশ: ০২ মে ২০২৫, ১১:১২ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:২৪ PM

শিক্ষক-শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে ক্যাম্পাসে এসেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট) এর সদ্য নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. হযরত আলী। শুক্রবার(২ মে) রাত ৯ টায় তিনি ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের সামনে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন এবং তাদের মাঝে মিষ্টি বিতরণ করেন।
শিক্ষার্থীদের সাথে আলোচনার সময় ড. মো. হযরত আলী বলেন, আমি এখনও দায়িত্বে যোগদান করিনি। আমি তোমাদের অ্যালামনাই
বড়ভাই হিসেবে তোমাদের সাথে কথা বলতে এসেছি। আমি ক্যাম্পাসের সাম্প্রতিক ঘটনার ব্যাপারে অবগত আছি।
এ সময় তিনি ক্যাম্পাসের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে শিক্ষার্থীদের সাহায্য কামনা করেন। প্রয়োজনে শিক্ষার্থীদেরকে বারবার শিক্ষকদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার পরামর্শ দেন। তিনি উল্লেখ করেন, শিক্ষকেরা বাবার মত।বারবার গেলে অবশ্যই তারা শিক্ষার্থীদেরকে ক্ষমা করে দেবেন।
প্রসঙ্গত, গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারির ঘটনার বিচার না হওয়া পর্যন্ত অ্যাকাডেমিক কার্যক্রমে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানায় শিক্ষক সমিতি। রাত সাড়ে ৯টায় শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাওয়ার আগে তিনি শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় নেন।
উল্লেখ্য, শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে কুয়েটের উপাচার্য ও প্রো-উপাচার্যকে অপসারণ করে শিক্ষা মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১ মে) ড. মো. হযরত আলীকে কুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি চুয়েটের অধ্যাপক ও কুয়েটের প্রাক্তন শিক্ষার্থী।