শাবিপ্রবিতে অনুমোদনবিহীন পদে শিক্ষক নিয়োগ: ব্যাখ্যা চেয়ে ইউজিসির চিঠি
- শাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ মে ২০২৫, ০৯:২০ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:২৪ PM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষক নিয়োগে বিধিভঙ্গের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। অনুমোদন না পাওয়া পদে বিজ্ঞাপন দিয়ে ও পদের সংখ্যার চেয়ে বেশি শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়টির একাধিক বিভাগে। অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ১০ কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে।
গত ২৯ এপ্রিল ইউজিসির উপ-পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ) মো. জামাল উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগ পাওয়া গেছে যে, কমিশন থেকে ছাড় না পাওয়া পদে বিজ্ঞাপন দিয়ে ইচ্ছেমতো প্রভাষক নিয়োগ দেওয়া হচ্ছে। আজ শুক্রবার (২ মে) এ সংক্রান্ত একটি চিঠি দ্য ডেইলি ক্যাম্পাসের হাতে এসেছে।
চিঠিতে উল্লিখিত অভিযোগগুলো হলো- বাংলা বিভাগে কমিশনের ছাড়পত্র না থাকা সত্ত্বেও বিজ্ঞাপন দিয়ে তিনজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে; নৃবিজ্ঞান বিভাগে একজনের বিপরীতে তিনজন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে একজনের বিপরীতে পাঁচজন, এবং ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে তিনজনের বিপরীতে ছয়জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে; ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে বর্তমানে ২৫০ শিক্ষার্থীর বিপরীতে ২৮ জন শিক্ষক থাকলেও, অতিরিক্ত আরও ছয়জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মুহাম্মাদ আব্দুল কাদির বলেন, ‘আমরা ইউজিসির চিঠি পেয়েছি। যথাযথ নিয়ম মেনেই চিঠির উত্তর দেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে চাহিদা অনুযায়ী শিক্ষক সংকট রয়েছে। যা নিয়োগ হচ্ছে সব বিভাগের চাহিদা অনুযায়ীই হচ্ছে। যোগ্য, স্বচ্ছ এবং নিয়মতান্ত্রিক শিক্ষক নিয়োগ হচ্ছে বা হবে। এখনো এসব বিষয় সিন্ডিকেটে ওঠেনি। সিন্ডিকেটে সব চূড়ান্ত হবে। ইউজিসি আমাদের কাছে জবাব চেয়েছে। আমরা যথাযথ জবাব দেবো।’