কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রুয়েটে বিক্ষোভ

রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল  © টিডিসি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। 

আজ বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে শেষ হয়।

এ সময় বিক্ষোভকারীরা ‘এক দুই তিন চার, মাসুদ তুই গদি ছাড়’, ‘দফা এক দাবি এক মাসুদের পদত্যাগ’, ‘নব্য ফ্যাসিবাদ, নিপাত যাক, নিপাত যাক’, ‘আমার ভাই হচ্ছে লাশ, ইন্টেরিম খাচ্ছে ঘাস’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘কুয়েট ভিসির গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘মাসুদের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘আমার ভাই মরছে, ভিসি কেনো হাসছে’, ‘শিক্ষাঙ্গনে হামলা কেন, প্রশাসন জবাব চাই’ প্রভৃতি স্লোগান দেন।

আরও পড়ুন: আলেমদের বিরুদ্ধে শেখ হাসিনার হয়রানি মামলা নিয়ে আসিফ নজরুলের স্ট্যাটাস

বিক্ষোভ শেষে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মারুফ বিল্লাহ রিফাত বলেন, ‘কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার দায় নিয়ে অনতিবিলম্বে কুয়েটের ভিসিকে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং বহিষ্কারাদেশ অনতিবিলম্বে বাতিল করতে হবে।’

মেকাট্রনিকস বিভাগের শিক্ষার্থী রাফি বলেন, ‘কুয়েট শিক্ষার্থীদের তীব্র দাবির মুখেও ভিসি যে পদত্যাগ করতে অস্বীকৃতি জানাচ্ছে এর পেছনে আমরা রাজনীতির কালোছায়া দেখতে পাচ্ছি। কুয়েটিয়ানদের দাবির প্রতি সংহতি জানিয়ে আমরা আজ এখানে বিক্ষোভ মিছিল করছি। আমাদের কিছু ডিপার্টমেন্ট আজ ক্লাস পরীক্ষা বর্জন করেছে। যদি আজকের মধ্যে ভিসি পদত্যাগ না করে তবে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব। কুয়েটিয়ানদের দাবিই আমাদের দাবি। আমরা মাসুদের পদত্যাগ চাই।’


সর্বশেষ সংবাদ