চাঁবিপ্রবি ক্যাম্পাসের সামনে এবার পা ভেঙেছে শিক্ষার্থীর
- চাঁদপুর প্রতিনিধি
- প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১০:৫৯ AM , আপডেট: ১৮ এপ্রিল ২০২৫, ১০:৫৯ AM

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী অঞ্জন (২২) বাসের চাপায় আহত হয়েছেন। ক্যাম্পাসের সামনে বাস থেকে নামার সময় পড়ে গিয়ে চাঁদপুর-কুমিল্লা রুটের যাত্রীবাহী বোগদাদ বাসের চাপায় তিনি আহত হন। কিছুদিন পর পর বিশ্ববিদ্যালয়ের সামনে এমন দুর্ঘটনা ঘটছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, এতে শিক্ষার্থীদের জীবন হুমকিতে রয়েছে। কারণ হিসেবে তারা বলছেন, তাদের দীর্ঘদিনের দাবি ছিল, স্পিডব্রেকার দেওয়া জন্য। কিন্তু সড়ক ও জনপথের গাফিলতির কারণে এখনো হয়নি সেটি। আগেও ঘটেছে একই রকম দুর্ঘটনা।
এক শিক্ষার্থীর ভাষ্য, ‘আমরা অনেক আগে থেকেই বলে আসছি, এখানে একটি স্পিডব্রেকার দেওয়ার জন্য। কিন্তু কারও টনক নড়ছে না।’ শিক্ষার্থীরা জানান, অঞ্জন গাড়ি থেকে নামার সময় পড়ে যায়। এরপর বোগদাদ বাসের অসতর্কতায় তাঁকে খেয়াল না করেই দ্রুত চালিয়ে যাওয়ার সময় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে দ্রুত উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান।
আরো পড়ুন: যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর ছোড়া গুলিতে নিহত ২, আহত ৬
বুধবার (১৬ এপ্রিল) বিকেলে শহরের মঠখোলায় ক্যাম্পাসের সামনে এ ঘটনা ঘটে। প্রাথমিক চিকিৎসা শেষে তার পায়ের হাড় ভেঙে গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। তারা জানান, অঞ্জনের পায়ের আঘাত গুরুতর। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় ক্ষোভ বিরাজ করলে স্থানীয় লোকজন দ্রুত বাসটি আটক করে। পরে বোগদাদ কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীর চিকিৎসার সব খরচ বহনসহ সমাধান করার চেষ্টা করেন। এ বিষয়ে চেষ্টা করেও বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. পেয়ার আহমেদকে কল করলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।