মাভাবিপ্রবি উপাচার্যের নামে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে টাকা দাবি

মাভাবিপ্রবি উপাচার্যের ছবি ও নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার চেষ্টা করেছে একটি চক্র
মাভাবিপ্রবি উপাচার্যের ছবি ও নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার চেষ্টা করেছে একটি চক্র  © সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের ছবি ও নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার চেষ্টা করেছে একটি চক্র। অজ্ঞাত এক ব্যক্তি এ কৌশল অবলম্বন করে বিভিন্নজনের কাছে অর্থ দাবি করছে বলে তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন।

বুধবার (২৬ মার্চ) রাতে বিষয়টি উপাচার্যের সহকর্মীরা তাকে অবহিত করেন। এ সময় তিনি তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) পোস্ট করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি থেকে সতর্ক থাকার আহবান জানান।

উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ‘আমার ছবি ব্যবহার করে কেউ একজন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেছে এবং বিভিন্ন ব্যক্তির কাছে টাকা চাইছে। আমি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। এটি সম্পূর্ণ প্রতারণা। সবাইকে অনুরোধ করছি, কেউ যেন এ ধরনের যোগাযোগে প্রতারিত না হন।’

আরো পড়ুন: ইউনানী ও আয়ূর্বেদিক চিকিৎসার ‘ইন্ডিজিনাস মেডিকেল কলেজে’ কীভাবে চলে পাঠদান

তিনি আরও বলেন, ‘শুধু মাভাবিপ্রবি নয়, দেশের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গেও এমন প্রতারণার চেষ্টা করা হয়েছে।’ এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন। তিনি সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছে।

উল্লেখ্য, এর আগে প্রতারক চক্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামেও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন জনের কাছে টাকা চায়।


সর্বশেষ সংবাদ