আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের পোস্টারিং
- গোবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ০৮:১২ PM , আপডেট: ২২ মার্চ ২০২৫, ০৮:১২ PM

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পোস্টারিং করেছে ছাত্র গণমঞ্চের গোবিপ্রবি শাখা। শনিবার (২২ মার্চ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সংগঠনটির নেতাকর্মীরা পোস্টারিং কার্যক্রম চালান।
আওয়ামীলীগ নিষিদ্ধের ব্যাপারে ছাত্র গণমঞ্চের নেতা নিঘাত রৌদ্র বলেন, ‘আওয়ামী লীগ ইতিহাসের বর্বরতম সব গণহত্যার সাথে জড়িত। জড়িত মুজিব শাসন আমল থেকেই। ১৯৭২ সালেই কমরেড সিরাজ সিকদার দেখিয়েছেন, আওয়ামী লীগ কীভাবে ফ্যাসিবাদী কায়দায় জনগণের উপর নিপীড়ন চালিয়েছে। ফলে, আপনি যদি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হিসেবে সংজ্ঞায়ন করেন, তাহলে অবশ্যই গণতান্ত্রিক শক্তি হিসেবে আওয়ামী লীগের সকল রাজনৈতিক অধিকার হরণ করতে হবে। পৃথিবীর কোনো ফ্যাসিস্ট সংগঠনই রাজনৈতিক অধিকার পায় না, এতে গণতন্ত্রকে ধূলিস্যাৎ করে নতুনভাবে ফ্যাসিবাদ কায়েম হওয়ার সম্ভাবনা থাকে।’
তিনি আরো বলেন, ‘আওয়ামী সকল নেতাকর্মীদের রাজনীতি করার এবং ভোট প্রদানেও নিষিদ্ধ করতে হবে। কারণ, আমরা ইতোমধ্যেই দেখতে পেরেছি, আওয়ামী লীগের চেয়ারম্যান জামায়াতের ইউনিয়ন নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছে, বিএনপিতে উল্লেখযোগ্য সংখ্যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা যুক্ত হচ্ছে। এভাবে ফ্যাসিস্ট এলিমেন্টস বিভিন্নভাবে ফ্যাসিবাদ কায়েম করার সুযোগ রাখে। তাই, অতিদ্রুত আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের পুঁজি রাষ্ট্রীয়করণ করতে হবে, নেতাকর্মীদের কারখানা চালু রাখতে হবে, শ্রমিকদের বেকারত্বের দিকে ঠেলে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’
ছাত্র গণমঞ্চের নেতা শাওন আহমাদ বলেন, ‘বিগত ১৬ বছর ধরে আওয়ামী লীগের গণবিরোধী ও ভয়ংকর নিপীড়নমূলক সকল অপতৎপরতা, পুঁজিপাচার এবং ফ্যাসিস্ট রাজনীতি সম্পর্কে আপনারা জানেন। আপনারা দেখেছেন ২৪ এর অভ্যুত্থানে তারা কীভাবে গণহত্যায় প্রত্যক্ষভাবে অংশ নিয়েছে ও মদদ যুগিয়েছে। সুতরাং, ছাত্র গণমঞ্চ মনে করে, প্রকাশ্য গণহত্যাকারী সংগঠনের গণহত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষ ও সমর্থনকারীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের সকল প্রকার রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করতে হবে।’