রুয়েট ছাত্রের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, বহিষ্কার দাবি

রুয়েট লোগো
রুয়েট লোগো   © ফাইল ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্থাপত্য বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ওয়াকার কামাল অতুল নামের এক শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সমালোচনা ও অসন্তোষ দেখা গেছে। 

জানা গেছে, অতুলের ফেসবুক আইডি থেকে গত ১৩ মার্চ একটি পোস্টের ক্যাপশনে হজকে পূজার সঙ্গে তুলনা এবং কাবা শরীফকে অবমাননা করা হয়।

তার এ মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) প্রতিবাদের ঝড় ওঠে। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব রহমান লিখেছেন, ‘ইসলাম ধর্মের অবমাননা এবং কাবাঘর ও হজ সম্পর্কে কটূক্তি করায় অতুলের উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

অতুলের বহিষ্কার চেয়ে কয়েকটি দাবি জানিয়েছে রুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। দাবিগুলো হলো- ওয়াকার কামাল অতুলকে রুয়েট থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে, যন্ত্রকৌশলের সাবেক ছাত্র কিশোর পাশা ইমনকে শিক্ষকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য প্রকৌশল সনদ বাতিল করতে হবে ও ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘জঙ্গি’ বলে সম্বোধন করার কারণে রুয়েট কর্তৃপক্ষকে বাদী হয়ে সাইবার বুলিং মামলা দায়ের করতে হবে।

এ বিষয়ে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা রাষ্ট্রীয় অপরাধ, সে খুব খারাপ কাজ করেছে। এমন কর্মকাণ্ড সমাজের শান্তি বিনষ্ট করার আশঙ্কা তৈরি করে।’


সর্বশেষ সংবাদ