হাবিপ্রবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণ ইফতার
- হাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৮:৪১ PM , আপডেট: ০৭ মার্চ ২০২৫, ০৮:৪১ PM

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে আজ শুক্রবার (৭ মার্চ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক গণ-ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আয়োজকরা জানিয়েছেন, আন্দোলনের সময় শহিদদের আত্মার মাগফিরাত কামনায় এই আয়োজন করা হয়েছে।
ইফতার মাহফিলে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। প্রায় দুই হাজার শিক্ষার্থী আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করেন। নারী শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে বসার ব্যবস্থা করে আয়োজকরা।
সাধারণ শিক্ষার্থী রাকিব হাসান বলেন, ‘ইফতারে এসে ভালো লাগছে। ইফতারের পাশাপাশি আমরা একটি বড় আন্দোলনের স্মৃতিচারণও করতে পারছি। তবে দুঃখ লাগে, এত মানুষ আজ এখানে এলেও আন্দোলনের সময় অনেকেই অনুপস্থিত ছিলেন।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তোফাজ্জল হোসেন তপু বলেন, ‘এই ইফতার শুধু একটি আয়োজন নয়, এটি আমাদের ঐক্য ও আন্দোলনের চেতনাকে জাগিয়ে রাখার অংশ। আমরা চাই, শিক্ষার্থীরা কেবল ভোগ্য বিষয়েই একত্রিত হবে না, বরং নিজেদের অধিকার আদায়ে সবসময় সোচ্চার থাকবে।’