নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে চুয়েটে মশাল মিছিল—বিক্ষোভ
- চুয়েট প্রতিনিধি
- প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫২ PM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫২ PM

সম্প্রতি দেশে ঘটে যাওয়া নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত কয়েকমাস ধরে দেশের বিভিন্ন স্থানে খুন, হত্যা ও চুরি, ডাকাতির পাশাপাশি নারী ও শিশু ধর্ষণের মত অপরাধ বেড়েই চলেছে। এতে ফুঁসে উঠেছেন দেশের সচেতন নাগরিকরা। প্রতিবাদের ঝড় উঠেছে বিভিন্ন প্রাঙ্গণ থেকে। এরই প্রেক্ষিতে এমন জঘন্য অপরাধের প্রতিবাদে ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে আজ চুয়েটে মশাল মিছিল এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যন্ত্রকৌশল বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস আরিয়ান ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে খুন, ছিনতাই থেকে শুরু করে ধর্ষণের মত অপরাধসমূহ বেড়েই চলেছে। স্বৈরাচার পতনের পর নতুন বাংলাদেশে এ ধরনের ঘটনা মোটেই কাম্য নয়। যথাযথ বিচার ও উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি করছি,এবং এই ধরনের নিকৃষ্ট অপরাধের সঙ্গে যারা যুক্ত তাদের শাস্তি পেতেই হবে। এমন ঘটনা সমূহের প্রতিবাদে আজ আমরা চুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছি।
তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী উম্মে মাবরুরা উমামা বলেন, ৪৮ ঘণ্টায় ১৭ ধর্ষণ। শোনার অসহায় লাগছে, রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। সরকার যদি এখনো যথাযথ উদ্যোগ না নেয়, দেশের অবস্থা কোথায় পৌঁছাতে পারে তা অভাবনীয় লাগছে। আজকে এই বিক্ষোভ আর মশাল মিছিলে অংশ নিয়ে আমার একটাই দাবি, ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড অনতিবিলম্বে কার্যকর করতে হবে। নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকে।
চুয়েটের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাদমান রহমান অনন্ত বলেন, আজকের এই বিক্ষোভ সমাবেশে আমরা ধর্ষণের বিরুদ্ধে একত্রিত হয়েছি।আমরা এই বিক্ষোভের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে চাই। বাংলার জমিনে ধর্ষকদের কোনো ঠাঁই নেই।দেশে বর্তমানে উদ্বেগজনক হারে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে। যা অত্যন্ত হতাশাজনক এবং জাতি হিসেবে লজ্জার। নারীরা বাইরে অনিরাপদ বোধ করছে। এরকম বাংলাদেশ আমরা চাই না। তাই দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকদের গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। বাংলার বুকে আমরা আর কোনো ধর্ষণের ঘটনা দেখতে চাই না। আর ধর্ষক মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে, সেটাও হতে পারে না।
বিক্ষোভ সমাবেশের পরপরই শিক্ষার্থীরা মশাল মিছিলে অংশ নেন এবং শ্লোগানে শ্লোগানে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবি জানান।