হাবিপ্রবি বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক তপু ও সদস্য সচিব আসাদ

তোফাজ্জল হোসেন তপু ও আসাদুজ্জামান নূর
তোফাজ্জল হোসেন তপু ও আসাদুজ্জামান নূর  © সংগৃহীত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে তোফাজ্জল হোসেন তপুকে আহ্বায়ক ও আসাদুজ্জামান নূরকে সদস্য সচিব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তোফাজ্জল হোসেন তপু ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আসাদুজ্জামান নূর আসাদ।

কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ ও মাহমুদুল হাসান মুন্না।

যুগ্ম আহ্বায়ক হলেন যুগ্ম আহ্বায়ক হলেন, সানজিদা পারভীন রিপা, আমির হামজা, মনিরুজ্জামান মুন, হাসনাত সানি, আশিকুজ্জামান আশিক, আহসান হাবীব, আব্দুল্লাহ জব্বার, আরমান আরিফ, মাসুদ রানা, মাহির শাহরিয়ার, রবিন মিয়া, সোহেল রানা (সবি), আল মাহাদী মাহমুদ, আব্দুল্লাহ আল মারুফ, আরিফুল ইসলাম (এগ্রি)।


সর্বশেষ সংবাদ