ছাত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
- গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৫ PM , আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৬ PM

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আল-আমিন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে মার্কেটিং ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ রবিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুর ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের গেট আটকিয়ে দুই বিভাগের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের নবীন নারী শিক্ষার্থীকে মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল-আমীন গতকাল রাতে মোবাইল করে প্রেম নিবেদন করে তাকে রুমের বাইরে আসতে জোরাজোরি করেন। এতে ঐ নারী শিক্ষার্থী ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের কয়েকজন শিক্ষার্থী ক্ষিপ্ত হয়ে আল আমিনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজের সামনে রাত ২টায় মারধর করে গুরুতর আহত করে হাসপাতালে পাঠায়।
আল-আমীনকে মারধরের ঘটনার বিচার চেয়ে আজ দুপুর ১২টার দিকে বিক্ষোভ ও মানববন্ধন করেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা। একই সাথে দুপুর ২টার দিকে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা আল-আমীনের বিচার দাবি জানায়। এরপর দুপুর ৩টার দিকে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের কয়েকজন শিক্ষার্থী পরীক্ষা দিতে আসার সময় মার্কেটিং বিভাগের কিছু শিক্ষার্থী তাদের মারধর করেন বলে অভিযোগ পাওয়া যায়। সংঘর্ষের এক পর্যায়ে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা একাডেমিক ভবনের গেট আটকিয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অবরুদ্ধ করেন। এসময় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরাও উত্তেজিত হয়ে মুখোমুখি অবস্থান নেয়।
সংঘর্ষের বিষয়ে প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীবের সাথে কয়েকবার যোগাযোগ করা হলে তিনি আপাতত বক্তব্য দিবেন না বলে জানান।