রুয়েটে চলমান গবেষণা প্রকল্পের অগ্রগতি বিষয়ক সেমিনার

গবেষণা প্রকল্পের অগ্রগতি বিষয়ক সেমিনার
গবেষণা প্রকল্পের অগ্রগতি বিষয়ক সেমিনার  © টিডিসি ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের অধীনে পরিচালিত ২০২৪-২০২৫ অর্থবছরে চলমান গবেষণা প্রকল্পসমূহের পরিচালকগণের অগ্রগতি বিষয়ক দিনব্যাপী এক সেমিনার শুরু হয়েছে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের কনফারেন্স রুমে এ সেমিনার শুরু হয়।

প্রকল্পসমূহের ৭৩ জন পরিচালক ২০২৪-২০২৫ অর্থবছরে তাদের চলমান গবেষণা প্রকল্প সমূহের সর্বশেষ অগ্রগতির বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন এবং চলতি দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম। 

গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক বলেন, ‘আজকে রুয়েটে গবেষণা ও সম্প্রসারণ দপ্তর কর্তৃক ২০২৪-২৫ অর্থবছরে শিক্ষকদের যে গবেষণা প্রকল্পগুলো দেয়া হয়েছে তার অগ্রগতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এখানে প্রায় তিন কোটি টাকা সমমূল্যের মোট ৭৩ টি প্রজেক্ট উপস্থাপন করা হয়েছে। দিনব্যাপী বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকগণ তাদের প্রকল্পগুলোর অগ্রগতি তুলে ধরেন। সফলতার সাথে আজকের প্রেজেন্টেশন সম্পন্ন হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের গবেষকগণ তাদের গবেষণা প্রকল্প উপস্থাপন করেন। যেমন- এআই ও মেশিন লার্নিং বিষয়ক, ইলেক্ট্রনিক্স, বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফোটোনিক্স, ন্যানোটেকনোলজি, গ্রিন এইচআরএম, খাদ্য বর্জ্য ব্যবস্থাপনা, হাইড্রোজেন কে ফুয়েল হিসেবে ব্যবহার এবং রোবোটিক্স বিষয়ক গবেষণা প্রকল্প উপস্থাপন করেন। এছাড়াও, বাংলাদেশ ও রাজশাহী সিটি নিয়ে উদ্ভাবনী প্রকল্প এবং কনস্ট্রাকশন  বিষয়ে প্রকল্প প্রদর্শন করেন। এসব প্রকল্প ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা করছি।’

গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. তারিফ উদ্দীন আহমেদ, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী।

উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানবৃন্দ, শিক্ষক, গবেষক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার সৌমিক সরকার। দিনব্যাপী আয়োজিত এই সেমিনারের সমাপনী অনুষ্ঠান সন্ধ্যায় ৭টায় অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ