যবিপ্রবিতে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

সংঘর্ষের ঘটনা
সংঘর্ষের ঘটনা  © সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলামকে আহ্বায়ক ও উপ-রেজিস্টার নিত্যানন্দ পালকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাঁদেরকে আগামী সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মো. মজনুজ্জামান, মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার, সহকারী প্রক্টর কিশোর কুমার সরকার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক ড. মো. সাব্বির হোসেন।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে তুচ্ছ ঘটনাকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীর সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোরের নেতৃবৃন্দ (যবিপ্রবি শিক্ষার্থী) ও ফিশারিজ এন্ড মেরিন বায়োসাইন্স (এফএমবি) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় এফএমবি ও ইএসটি বিভাগের শিক্ষার্থীরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় অন্তত আটজন শিক্ষার্থী আহত হয়েছে।


সর্বশেষ সংবাদ