খুবির বিজিই ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গেট টুগেদার অনুষ্ঠিত
- খুবি প্রতিনিধি
- প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১২ PM , আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৬ PM

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের গেট টুগেদার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) পুনর্মিলনী উপলক্ষে সকাল সাড়ে ১০টায় হাদী চত্বর থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, বিজিই ডিসিপ্লিন প্রধান অধ্যাপক ড. মো. মুরছালিন বিল্লাহ, অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক আবু সাঈদ মো. রাকিব ও সদস্যসচিব সুব্রত গুহ এবং ডিসিপ্লিনের শিক্ষক, অ্যালামনাই এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পরে উপাচার্য বেলুন ও ফেস্টুন উড়িয়ে গেট টুগেদার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার আনুুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি ডিসিপ্লিনের শ্রেণিকক্ষগুলোয় বিভিন্ন বর্ষের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সৌন্দর্যমণ্ডিত ও স্মৃতিচারণমূলক কর্মকাণ্ড ঘুরে দেখেন। পরে অ্যালামনাইদের অংশগ্রহণে দিনব্যাপী আনন্দঘন পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে গেট টুগেদার অনুষ্ঠিত হয়।